কক্সবাজারের নাজিরাটেক সমুদ্র পয়েন্টে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন বিমানটির পাইলট। আজ সকাল দশটার দিকে ট্রু-এভিয়েশনের কার্গোবিমানটি বিধ্বস্ত হয়।
নিহত পাইলটের নাম ক্যাপ্টেন গোফরে। আহত হয়েছেন তার সঙ্গে থাকা অপর পাইলট। পেট্রো ভিবেন নামের ওই পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমান দুর্ঘটনা প্রসঙ্গে কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, 'কার্গো বিমানটিতে পাইলট, কো-পাইলট এবং দু’জন ইঞ্জিনিয়ার ছিলেন। এর মধ্যে একজন নিহত ও কো-পাইলটকে আহতাবস্থায় উদ্ধার করা হলেও অপর দু’জন নিখোঁজ রয়েছেন।'
এছাড়াও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবদুল মজিত জানান, কার্গো বিমানটি কক্সবাজার থেকে পোনা নিয়ে যশোর যাচ্ছিল । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। পাইলটকে হাসপাতালে নেয়ার সাথে সাথেই দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।