ঢাকা থেকে সরাসরি বাণিজ্যিক উদ্দেশ্যে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানা গেছে। ফলে এখন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কোন কার্গোবাহী বিমান দেশটিতে যেতে পারবে না।
গতকাল যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।
ওয়েবসাইটে ‘বাংলাদেশ এয়ারপোর্ট আপডেট’ শিরোনামের ওই ঘোষণায় যুক্তরাজ্য জানায়, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কিছু বিষয় পূর্ণ করা হয়নি। অন্তর্বর্তীকালীন পদক্ষেপের অংশ হিসেবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে যুক্তরাজ্যে কার্গো পরিবহন করতে দেওয়া হবে না।
এছাড়াও ঢাকা থেকে যেসব এয়ারলাইনস অন্য দেশ হয়ে যুক্তরাজ্যে অবতরণ করে, সেগুলো কার্গো পরিবহন চালিয়ে যেতে পারবে বলে ওয়েব সাইটে জানানো হয়েছে।