advertisement
আপনি দেখছেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের মিয়ানমার সফর রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে দেশের জন্য ‘মঙ্গল হবে’ এবং দুদেশের মধ্যে ‘আলোচনার অরেকটি পথ খুলে দিবে’। আজ রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি এটি (সফর) আমাদের পক্ষে যাবে। এটি আমাদের জন্য মঙ্গল নিয়ে আসবে।’

momen army chief myanmarপররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

মিয়ানমারকে ‘বন্ধু প্রতীম দেশ’ আখ্যায়িত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সমঝোতার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান চাই।’

ডিসেম্বরে স্পেনের মাদ্রিদে হতে যাওয়া ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ডিসেম্বরের ২-১৩ তারিখ পর্যন্ত সম্মেলনের ২৫তম অধিবেশন চলবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ ডিসেম্বর মাদ্রিদের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং ৩ ডিসেম্বর দেশের উদ্দেশ্যে স্পেন ত্যাগ করবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, আসন্ন ২৫তম কপ সম্মেলন বা বার্ষিক জলবায়ু সম্মেলন চিলিতে হওয়ার কথা থাকলেও দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভের কারণে তা প্রত্যাহার করে নেয়া হয়। ইউএনবি।