advertisement
আপনি দেখছেন

ফের ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল ১১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে ২০১৫ এম ইজি ১১ বি আর ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

sreemangal trainশ্রীমঙ্গলে ট্রেনের ইঞ্জিনে আগুন

স্টেশন ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, স্টেশনের দুই নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের সামনে ইঞ্জিন থেকে নির্গত ধোঁয়া ও আগুন দেখে সেখানের সোরগোলের সৃষ্টি হয়।

প্রাথমিক অবস্থায় চালক হোসেন শহীদ অগ্নিনির্বাপক গ্যাস ব্যবহার করলে আগুন ছড়াতে পারেনি। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন চালক।

শহীদ জানান, ‘ইঞ্জিনের এক্সহস্টে ময়লা জমে কার্বন গলে আগুন লাগে।’

তিনি আরো জানান, মালবাহী ট্রেনের ১৯৫২ সালের এ ইঞ্জিনটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই। সময়মত আগুন নিয়ন্ত্রণে আনতে পারলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত।