advertisement
আপনি দেখছেন

স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্পর্কিত (কপ ২৫) ২৫তম বার্ষিক সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বুধবার রাত ১২:৫০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

pm hasina spain cop25কপ ২৫ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এর আগে, বুধবার সকাল সাড়ে ৯টায় (স্থানীয় সময়) ঢাকার উদ্দেশ্যে ফ্লাইটটি মাদ্রিদের টরিজন বিমানবন্দর ত্যাগ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান রাষ্ট্রদূত ও ওয়াল্ড ট্যুরিজম অর্গানাইজেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হাসান মাহমুদ খন্দকার।

গত রোববার বিকেলে প্রধানমন্ত্রী স্পেনের রাজধানী মাদ্রিদ পৌঁছান এবং কপ ২৫ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

সোমবার থেকে স্পেনের মাদ্রিদে ১২ দিনব্যাপী জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) কপ-২৫ শুরু হয়।

সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট ও স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। সেই সাথে মাদ্রিদে প্রবাসী বাংলাদেশিদেরা দেয়া এক অভ্যর্থনা অনুষ্ঠানেও অংশ নেন প্রধানমন্ত্রী। ইউএনবি।