advertisement
আপনি দেখছেন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশি মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। শুক্রবার দক্ষিণ কলকাতার লেক গার্ডেনে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়।

mithila name changeনামের শেষে মুখার্জি যুক্ত করলেন মিথিলা

বিয়ের পরপরই নিজের নাম বদলে ফেললেন মিথিলা। এ নিয়ে ইন্সটাগ্রামে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবির ক্যাপশনে নিজেকে ‘মি. অ্যান্ড মিসেস. রশিদ মুখার্জি’ বলে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছেন।

কলকাতার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সদ্য বিবাহিত সৃজিত মুখার্জি বলেন, ‘বাংলাদেশের সাথে নাড়ির সম্পর্ক আগেই ছিল। কারণ আমার আদি বাড়ি বিক্রমপুর ও ময়মনসিংহে। এখন বিয়ের মাধ্যমে নারীর সম্পর্কও হয়ে গেল। ‘ড়’ টা (নাড়ি) এখন ‘র’ (নারী) হয়ে গেল। ভালো লাগছে খুব।’

তিনি বলেন, ‘আমি এটা নিয়ে আলাদা করে কিছু ভাবিনি। সত্যি বলতে সেখানে অনেক বেশি বন্ধু আছেন। যখনই ওখানে যাওয়া হয়, মানুষগুলো এতটা আপন করে নেয় যে, বাংলাদেশকে কখনোই আলাদা দেশ বলে মনে হয়নি।’