advertisement
আপনি দেখছেন

নাটোর রেলস্টেশনে পয়েন্টসম্যানের ভুলের জন্য মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিলেন একই পরিবারের ছয়জনসহ অন্তত ১০ জন। শুক্রবার বিকালে স্টেশনের রেলগেট এলাকার এ ঘটনায় পুলিশ শিহাব নামে এক পয়েন্টসম্যানকে আটক করেছে।

train accident symbolপ্রতীকী ছবি

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের রাজশাহী অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট কামাল হোসেন জানান, বিকালে মাইক্রোবাসে করে পরিবার নিয়ে নাটোর থেকে রাজশাহী যাচ্ছিলেন। পথে নাটোর স্টেশনে রেলগেট খোলা দেখে তাদের চালক লেভেল ক্রসিংয়ে উঠে পড়েন।

কিন্তু তখনই ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস লেভেল ক্রসিংটি অতিক্রম করছিল। এ সময় মাইক্রোবাস চালকের চেষ্টায় অল্পের জন্য সেটি রক্ষা পায়। একই সঙ্গে রেললাইনে উঠে যাওয়া একটি যাত্রীবাহী ইজিবাইককেও স্থানীয় লোকজন টেনে লাইন থেকে তুলে যাত্রীদের রক্ষা করেন। ইউএনবি।