advertisement
আপনি দেখছেন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটায় গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

bnp logo tilted

বিষয়টি নিশ্চিত করে বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, সংবাদ সম্মেলনের আগে সুনির্দিষ্ট কোনো বিষয়ের কথা বলা যাচ্ছে না। তবে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এতে স্থান পেতে পারে।

এদিকে জরুরি এ সংবাদ সম্মেলনের আগে দলের হাইকমান্ডের গুরুত্বপূর্ণ কোনো বৈঠক অনুষ্ঠিত হবে কিনা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি শায়রুল কবির খান। দলটির দুজন স্থায়ী কমিটির সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও কিছু বলতে পারেননি।