advertisement
আপনি দেখছেন

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যাচ্ছেন না বিএনপির নেতারা। শুক্রবার দলটির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

bnp leader al

এর আগে বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার বাইরে থাকায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

বিএনপির দলীয় সূত্র বলছে, দেশে সুস্থ রাজনৈতিক পরিবেশ নেই বলে সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতাকে সম্মেলনের দাওয়াতপত্র পৌঁছে দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য জিয়া উদ্দিন আহমেদ। বাকি তিনজন হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস।

এদিকে, বিকেল সাড়ে ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে সংবাদ সম্মেলনটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।