সারা বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড দেয়া দেশের তালিকায় তিন নম্বর অবস্থানে আছে বাংলাদেশ। সম্প্রতি এমন তথ্য জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের দেয়া তথ্যমতে, ২০১৫ সালে বাংলাদেশে ১৯৭টি মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। কার্যকর হয়েছে চারটি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত বছরের যে খতিয়ান তুলে ধরেছে, তাতে সারা বছরে কার্যকর করা ১৬শ'রও বেশি মৃত্যুদণ্ড। তিন ইরান, পাকিস্তান ও সৌদি আরবে কার্যকর করা হয়েছে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডাদেশ।
অ্যামনেস্টির দেয়া সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, চীনে প্রতি বছর কার্যকর করা হচ্ছে এক হাজারেরও বেশি মৃত্যুদণ্ড। কিন্তু তার বেশিরভাগই রাখা হচ্ছে গোপন।
গত বছর মৃত্যুদণ্ড কার্যকর করা দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম। তবে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া দেশের তালিকায় বাংরাদেশ পিছনে ফেলেছে পাকিস্তানকেও। এই তালিকার এক নম্বর জায়গাটা চীনের। তারা গত বছর এক হাজারেরও বেশি মৃত্যুদণ্ডের আদেশ দেয়। তবে সংখ্যাটা কতো, তা নির্দিষ্ট করে বলতে পারেনি অ্যামনেস্টি।