advertisement
আপনি দেখছেন

বিশ্বে ইলিশ আহরণকারী ১১টি দেশের মধ্যে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

hilsa fish 3

বলা হয়, বর্তমানে বিশ্বের ১১টি দেশ ইলিশ মাছ আহরণ করে থাকে। এর মধ্যে মোট উৎপাদনের ৮০ শতাংশই অহরণ করে বাংলাদেশ। ফলে ইলিশ আহরণে বাংলাদেশ এখন শীর্ষে অবস্থান করছে।

বাংলাদেশে ইলিশের বিচরণ বিষয়ে সভায় আরো জানানো হয়, আগে শুধু চাঁদপুর, বরিশাল এবং ভোলাতেই ইলিশ পাওয়া যেত। কিন্তু এখন এসব জেলার পাশাপাশি রাজশাহী, রংপুর ও সিলেটের বিভিন্ন নদ-নদী ও হাওড়েও পাওয়া যাচ্ছে। এটি বর্তমান সরকারের অন্যতম একটি সাফল্য। সরকারের এই সাফল্য ধরে রাখতে এবং এগিয়ে নিতে কমিটির পরবর্তী সভায় ‘সামুদ্রিক মৎস্য বিল, ২০২০’ পরীক্ষাপূর্বক প্রতিবেদন চূড়ান্ত করা হবে।

কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালায়ের সচিবসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

sheikh mujib 2020