সম্প্রতি নিরাপত্তাহীনতায় থাকা বাংলাদেশি ব্লগারদের আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্টেট ডিপার্টমেন্ট মনে করছে, বাংলাদেশে গণতন্ত্র এই মুহূর্তে বাধাগ্রস্ত। কিন্তু তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু যুক্তরাষ্ট্রের এমন ভূমিকায় অখুশি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কিছু বলার আগে আপনি আয়নায় নিজের চেহারা দেখুন।’
প্রয়াত ক্রীড়া সাংবাদিক আজিজুল হকের স্মৃতিতে গতকাল এক স্মরণসভার আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সেখানেই এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
তিনি আরো বলেন, ‘গণতন্ত্র কোনো ঠুনকো ব্যাপার নয়। কয়েকটি বিচ্ছিন্ন হত্যাকাণ্ড, ব্লগার হত্যার পর যারা গণতন্ত্র গেলো বলে শোরগোল করছেন, তাদের উদ্দেশে বলতে চাই। গণতন্ত্র কাচের গ্লাস নয় যে এতেই ভেঙে পড়বে।’
এ সময় তিনি জঙ্গিবাদ দমনে বাংলাদেশ আমেরিকা- ইউরোপের চেয়ে সফল বলে মন্তব্য করেনে। একই সঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ আমেরিকা- ইউরোপের চেয়ে বেশি নিরাপদ। ওই সব দেশে জঙ্গি তৎপরতা বাংলাদেশের চেয়ে বেশি।’ উল্লেখ্য, গত সপ্তাহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে জানা যায়, তিনি ইন্টারনেটে 'মুক্তবুদ্ধির' চর্চা করতেন। এরপরই আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বিপদে থাকা বাংলাদেশের কিছু কিছু ব্লগারকে নিরাপত্তা দেয়ার ঘোষণা দেয়।