advertisement
আপনি দেখছেন

একটি না, দুটি না- একসঙ্গে চারটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সুলতানা আক্তার নামের এক গৃহবধূ। ২১ বছর বয়সী সুলতানা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুর গ্রামের কৃষক মো. তোফায়েল আহমেদের স্ত্রী।

four child mymensing

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি ও লেভার ওয়ার্ডে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সিজারের মাধ্যমে তিনি দুই সন্তানের জন্ম দেন। তবে হাসপাতালে আনার আগে বাড়িতেই প্রাকৃতিকভাবে দুই সন্তানের জন্ম হয়।

এ ব্যাপারে গাইনি ওয়ার্ডের ৩ নং ইউনিটের প্রধান ডা. এস এম নাহিদা আক্তার বলেন, দুটি শিশু নরমাল ডেলিভারি হওয়ার পর সুলতানা আক্তারকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। সিজার করার পর আরো দুটি শিশুর জন্ম হয়।

তিনি জানান, সদ্যোজাত শিশুদের ওজন খুব কম। তিনটি শিশু সুস্থ আছে। একটি শিশুর অবস্থা তেমন ভালো নয়। শিশু ওয়ার্ডে ভর্তি করার পরামর্শ দেয়া হয় বলেও জানান তিনি।

এদিকে, কৃষক তোফায়েল আহমেদ বলেন, ‘আল্লাহ আমাকে একসাথে চার কন্যা সন্তান দান করেছেন। আমার একটি তিন বছরের ছেলেও রয়েছে। আমি চারজনকেই লালন পালন করব।’