ফের পেছানো হয়েছে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের শুনানি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রিভিউ শুনানির জন্য আগামী ৩ মে তারিখ পুনর্নির্ধারণ করেছেন।
রবিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে ৩ এপ্রিল নিজামীর আইনজীবী এসএম শাহজাহান রিভিউ শুনানির জন্য ছয় সপ্তাহ সময় প্রার্থণা করেন। কিন্তু আদালত এক সপ্তাহ সময় মঞ্জুর করেন।
নিজামির বিরুদ্ধে মামলার আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় গত ১৫ মার্চ প্রকাশিত হয়। এরপর গত ২৯ মার্চ নিজামির আইনজীবী রিভিউ আবেদন দায়ের করেন। ৭০ পৃষ্ঠার ওই রিভিউ আবেদনে ৪৬টি যুক্তি তুলে ধরে সব দণ্ড থেকে খালাস চেয়েছেন নিজামি।
উল্লেখ্য, ১৯৭১ সালে পাবনায় হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেন। এই বছর ৬ জানুয়ারি আপিল বিভাগ নিজামির মৃত্যুদণ্ড বহাল রাখেন।