advertisement
আপনি দেখছেন

কারো শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তার নমুনা এতদিন সরাসরি সংগ্রহ করতো স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তবে এখন থেকে আর সরাসরি নমুনা সংগ্রহ করবে না তারা।

iedcr press brif

আজ সোমবার আইইডিসিআরের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা.মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, বিদেশ ফেরত কারো দেহে করোনার উপসর্গ দেখা দিলে তাকে আইইডিসিআরের হটলাইন অথবা জেলা সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে আইইডিসিআর সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবে।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরে মোট কল এসেছে ৩ হাজার ৭৬৯টি। এর মধ্যে ৩ হাজার ৭২২টি করোনা সম্পর্কিত। এই সময়ের মধ্যে মাত্র ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে ৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

সবমিলিয়ে এখন পর্যন্ত ২৪১ জনের নমুনা সংগ্রহ করার পর ৮ জন করোনা রোগী শনাক্ত হলো। এছাড়া বিভিন্ন হাসপাতালে ১০ জনকে আইসোলেশন ও ৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান আইইডিসিআর পরিচালক।

sheikh mujib 2020