যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীপুত্র সজিব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্তে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দেশের বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে। গ্রেফতারের পর শফিক রেহমান সাংবাদিক থেকে ক্রমেই অপরাধী হয়ে উঠেছেন বলে মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সজীব ওয়াজেদ জয়।
গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সজীব ওয়াজেদ জয় শফিক রেহমানের গ্রেফতারের খবর দিয়ে লিখেন, 'যুক্তরাষ্ট্রে আমাকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সিনিয়র সাংবাদিক ও বিএনপি নেতা শফিক রেহমানকে আজ আমাদের সরকার গ্রেফতার করেছে।'
স্ট্যাটাসে জয় আরো লিখেন, 'একজন যুক্তরাষ্ট্র বিএনপি নেতার ছেলে, একজন সাবেক এফবিআই এজেন্ট এবং এই দুইজনের অন্য একজন আমেরিকান বন্ধু এরা সবাই এই ষড়যন্ত্রের কারণে সাজা ভোগ করছে। সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে প্রমাণাদি সরাসরি এই মামলা থেকে এসেছে। লক্ষ্য করুন, আমি সাংবাদিক শব্দটি উদ্ধৃত করেছি কারণ, যখন আপনি অপহরণ ও হত্যার চেষ্টায় যুক্ত হবেন তখন আমার বিশ্বাস আপনি আপনার পেশার ধরণ পরিবর্তন করে সাংবাদিক থেকে অপরাধী হয়ে গিয়েছেন। '
তাই শফিক রেহমানও সাংবাদিক থেকে অপরাধী হয়ে গিয়েছেন বরে দাবী করেছেন প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তি বিষয়ক এই উপদেষ্টা। উল্লেখ্য, গতকাল সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় সাংবাদিক পরিচয়ে ঢুকে শফিক রেহমানকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশের গোয়েন্দা বিভাগ। সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণচেষ্টার অভিযোগে ২০১৫ সালে পল্টন থানায় করা একটি মামলায় শফিক রেহমানকে গ্রেফতার দেখায় ডিবি। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।