advertisement
আপনি দেখছেন

আগামী রোববার আবার ভিডিও কনফারেন্সে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তিনি বরিশাল ও খুলনা বিভাগের জেলাসমূহের কর্মকর্তাদের সঙ্গে ভিডিওতে কথা বলবেন এবং ওইসব এলাকার খোঁজখবর নেবেন। 

pm sheikh hasina video conferenceপ্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি

গণভবন সূত্রে জানা গেছে, ওই দিন (১২ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করে। আগামী রোববারের ভিডিও কনফারেন্সটিও যথারীতি সম্প্রচার করবে রাষ্ট্রীয় গণমাধ্যম দুটি।

এর আগে গত ৫ এপ্রিল দেশের করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে গণভবনে প্রেস কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। সেখানে পরিস্থিতি মোকাবেলায় প্রায় ৭৩ হাজার কোটি টাকার জরুরি তহবিল ঘোষণা করেন তিনি।