কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে এবং একই সাথে সারাদেশে গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে ২৫ এপ্রিল সোমবার সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ক ফয়সাল মাহমুদ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক আশরাফুল আলম সোহেল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সালমান রহমান, ছাত্র ফ্রন্টের সভাপতি নাসির উদ্দিন প্রিন্স, ছাত্র ফেডারেশনের সভাপতি ইমরান হাবিব রুম্মন প্রমুখ।