রোববার দিবাগত রাত ১২টার পর থেকে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তেলের দাম করার বিষয়ে যেকোনো সময় জারি করা হতে পারে প্রজ্ঞাপন।
২৪ এপ্রিল (রোববার) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তেলের দাম কমার বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি জানান, আজ রাত (রোববার) থেকেই কম দামে তেল বিক্রি শুরু হবে।
প্রতিমন্ত্রী অকটেন, পেট্রল, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে কত টাকা কমছে সে বিষয়ে কোন তথ্য জানাননি।
এর আগে ফার্নেস অয়েলে প্রতি লিটারে কমেছে ১৮ টাকা। এখন ফার্নেস অয়েল বিক্রি হচ্ছে ৪২ টাকায়। বিশ্ববাজারে তেলের দাম কমার পর দেশের বাজারেও তেলের দাম কমার দাবির পর আজ থেকে তেলের দাম কমছে।