advertisement
আপনি দেখছেন

দেশের অনেক বিশিষ্ট রাজনীতিবিদ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল মঙ্গলবার তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান।

khalid mahmud state ministerখালিদ মাহমুদ চৌধুরী

জাহাঙ্গীর আলম খান বলেন, মন্ত্রী মহোদয় ইতোমধ্যেই হোম আইসোলেশনে চলে গেছেন। পরিবার কিংবা অন্যান্য মানুষ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় আছেন তিনি। সামান্য জ্বর আর শরীর ব্যথা ছাড়া তার অন্য কোনো সমস্যা নেই। সবমিলিয়ে তিনি ভালো আছেন।

জানা যায়, গত রোববার শরীর খারাপ বোধ করলে তিনি নমুনা দিয়েছেন। গতকাল রিপোর্ট পজিটিভ এসেছে। তবে মাঝের সময়টুকুও তিনি নানা কর্মকর্তা-কর্মচারী পরিবেষ্টিত হয়ে নিয়মিত দাপ্তরিক কাজ করে গেছেন। এর আগে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের এপিএস আহমাদুল বাশারও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

sheikh mujib 2020