শুক্রবার দিবাগত রাতে সন্ত্রাসীদের হামলাকৃত গুলশানে হলি আর্টিজান বেকারিতে জিম্মিদের মধ্যে ২০ জনই বিদেশি নাগরিক বলে জানা গেছে।
ঘটনার এলাকায় অবস্থিত গণমাধ্যমকর্মীদের এমন তথ্যই দিয়েছেন বেকারির ভিতর থেকে বেব হয়ে আসা কয়েকজন কর্মচারি।
এ দিকে এ ঘটনায় দুর্বৃত্তদের গুলিতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন ও এসি পদমর্যাদার ডিবি পুলিশের এক সদস্য রবিউল ইসলাম নিহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ।
এ হামলা প্রসঙ্গে বের হতে পারা সুমন রেজা জানিয়েছেন, দুর্বৃত্তরা যখন বেকারিতে প্রবেশ করে তখন তিনি দ্বিতীয় তলায় ছিলেন। তখন ২০ জনের মত বিদেশি নাগরিক সেখানে অবস্থান করছিলেন। হঠাৎ গুলাগুলির শব্দে বেকারির ১৫-২০ জন কর্মচারী ছাদে গিয়ে পাইপ দিয়ে নিচে নেমে আসেন। তাদের অনেকেই আহত হয়েছেন বলেও জানিয়েছন তিনি।