ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ চার লেনে উন্নীত জাতীয় মহাসড়ক আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ জুলাই শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলক উন্মোচন করে এই দুই মহাসড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, 'চার লেন-এর দুই মহাসড়ক উদ্বোধন করায় মানুষ যানজট থেকে মুক্তি পাবেন। যাওয়া-আসায় আগের মতো ভোগান্তি হবে না। এটা আমার পক্ষ থেকে দেশবাসীকে ঈদের উপহার।' উদ্বোধনের সময় সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর মধ্য দিয়ে অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম এবং জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন মহাসড়ক যান চলাচলের জন্য খুলে দেয়া হলো। দেশযুক্ত হলো দীর্ঘ চার লেনের মহাসড়কের যুগে।
জানা যায়, দুই প্রধান মহাসড়কে চার লেন করার মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হলেও আরও কয়েকটি মহাসড়ক চার লেনে রূপান্তরের কাজ চলছে। প্রধানমন্ত্রী জেলা পর্যায়ের সড়ক-মহাসড়কও চার লেন করার নির্দেশনা দিয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, উদ্বোধনের পর ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছতে লাগবে মাত্র সাড়ে ৪ ঘণ্টা। অন্যদিকে জয়দেবপুর থেকে ময়মনসিংহ পৌঁছতে লাগবে মাত্র ১ ঘণ্টা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ শেষ হতে সময় লাগলো প্রায় ছয় বছর। এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১০ সালের জানুয়ারিতে।