গুলশানে হলি আর্টিসান বেকারিতে জিম্মি সঙ্কটের ঘটনায় তিন বাংলাদেশি নিহতের খবর জানিয়েছে তাদের পরিবার। নিহত তিনজনের নাম ফারাজ হোসেন, ইশরাত আখন্দ ও অবিন্তা কবীর।
নিহত তিনজনই ঘটনার সময় ওই রেস্টুরেন্টে ছিলেন বলে জানিয়েছে তাদের পরিবার। তবে আইএসপিআরের সংবাদ সম্মেলনে তাদের মৃত্যুর ব্যাপারে কিছুই জানানো হয় নি।
এই তিন জনের মধ্যে ফারাজ হোসেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি বলে জানা গেছে। ইশরাত আখন্দ ঢাকার একটি আর্ট গ্যালারির সাবেক প্রধান হিসেবে কাজ করেছেন। এছাড়া হোটেল ওয়েস্টিনের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। অবিন্তা কবীর ল্যাভেন্ডার শপের মালিকের নাতনী বলে জানা গেছে।
শনিবার সকালে জিম্মিদের উদ্ধারের পর আইএসপিআরের সংবাদ সম্মেলনে শুধু ২০ বিদেশী নাগরিকের মৃতদেহ উদ্ধারের কথা বলা হয়। কিন্তু ওই তিনজনের পরিবারই হলি আর্টিসান বেকারিতে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।