বরিশাল থেকে ছেড়ে আসা একটি লঞ্চের সঙ্গে কীর্তনখোলায় স্টিমারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্টিমারটি ঢাকা থেকে ছেড়ে গিয়েছিলো। এতে স্টিমারের পাঁচ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, স্টিমারটি চাঁদপুর হয়ে সামনে এগোচ্ছিলো। যাবার পথেই কীর্তনখোলায় দুর্ঘটনাটি ঘটে। ভোর পৌনে চারটার অন্ধকারে সংঘর্ষের পর স্টিমারের নিচতলায় থাকা পাঁচ যাত্রী মারা যান।
আহত হন অনেকে। তাদেরকে বরিশালের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশালের লঞ্চ স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে এই ঘটনাটি ঘটে।
লঞ্চটি খালি ছিলো বলে আরো বেশি ক্ষয়ক্ষতি হয়নি। লঞ্চের আঘাতে স্টিমারের নিচের বড় একটা অংশ দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনায় সম্পৃক্ত লঞ্চটির নাম সুরভি- সাত বলে জানা গেছে।