advertisement
আপনি পড়ছেন

বরিশাল থেকে ছেড়ে আসা একটি লঞ্চের সঙ্গে কীর্তনখোলায় স্টিমারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্টিমারটি ঢাকা থেকে ছেড়ে গিয়েছিলো। এতে স্টিমারের পাঁচ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

launch and steamer clash in kirtonkhola 5 died

জানা গেছে, স্টিমারটি চাঁদপুর হয়ে সামনে এগোচ্ছিলো। যাবার পথেই কীর্তনখোলায় দুর্ঘটনাটি ঘটে। ভোর পৌনে চারটার অন্ধকারে সংঘর্ষের পর স্টিমারের নিচতলায় থাকা পাঁচ যাত্রী মারা যান।

আহত হন অনেকে। তাদেরকে বরিশালের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশালের লঞ্চ স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে এই ঘটনাটি ঘটে।

লঞ্চটি খালি ছিলো বলে আরো বেশি ক্ষয়ক্ষতি হয়নি। লঞ্চের আঘাতে স্টিমারের নিচের বড় একটা অংশ দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনায় সম্পৃক্ত লঞ্চটির নাম সুরভি- সাত বলে জানা গেছে।

আপনি আরো পড়তে পারেন

শ্রদ্ধা জ্ঞাপন শেষে লাশ হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

সন্ত্রাস নির্মূলে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব

গুলশান হামলা: নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবে বিএনপি

নিজে মরে বন্ধুত্ব বাঁচিয়েছেন ফারাজ

ফারুকী: গুলশানের ঘটনা নতুন অধ্যায়ের দুঃখজনক সূচনা