কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনি বলেছেন, 'ঈদের দিনে যারা এই ধরনের হামলা চালাতে পারেন তারা ইসলামের শত্রু।'
আজ ০৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানান। সাবেক এই রাষ্ট্রপতি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের প্রতিহত করার আহ্বান জানান।
বিবৃতিতে এরশাদ বলেন, 'ঈদ জামাতের পাশে এমন ন্যাক্কারজনক হামলাকারীরা ইসলামের শত্রু। এসব অজ্ঞাত শত্রুদের ঐক্যবদ্ধ হয়ে চিহ্নিত করতে হবে। তাদের নির্মূল করতে হবে। এজন্য সবাইকে দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ হতে হবে।'
এই ভয়াবহ হামলায় নিহত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। তিনি দেশবাসীকে ধৈর্য্য ধরে বুকে সাহস রেখে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান।
উল্লেখ্য, আজ ঈদের দিন কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়ার মাঠের কাছে আজিমুদ্দিন হাইস্কুলের পাশে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ কনস্টেবলসহ চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ।