ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাকারী সন্ত্রাসীদের মধ্য হতে নিহত জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আবির রহমান। নিহত আবির রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের বিবিএ-এর ছাত্র ছিলেন।
আবির রহমানের পিতার নাম সিরাজুল ইসলাম। তাদের বাড়ি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায়। তবে গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়।
হামলায় নিহত হওয়ার আগের দিন অর্থাৎ ৬ জুলাই আবিরের নিখোঁজ থাকার ব্যাপারে রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আবির রহমানের বাবা। পরবর্তীতে গণমাধ্যমে আবিরের ছবি দেখে তাকে চিনতে পারেন তার স্বজনেরা।
পেশায় ঠিকাদার সিরাজুল ইসলামের সবচেয়ে ছোট ছেলে আবির রহমান। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ার আগে তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালে (বিআইটি) ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল শেষ করেন।
রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন জানান, আবিরের ব্যাপারে করা জিডিতে গত মার্চ থেকে আবিরকে নিখোঁজ বলা হয়েছে।