তিন দিনের সফরে ঢাকা এসে ব্যস্ত সময় কাটাচ্ছেন মধ্য ও দক্ষিণ এশিয়াভিত্তিক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
আজ সোমবার সকাল সাড়ে আটটায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গুলশানের বাসভবনে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন তিনি।
এই সভায় গুলশান এবং বাংলাদেশে সাম্প্রতিক বিভিন্ন জঙ্গী হামলা ও জঙ্গিবাদ দমনের বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
এর আগে গতকাল রোববার ঢাকা সফরের প্রথম দিনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেন নিশা দেশাই। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত ওই বৈঠকে সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে বিশেষজ্ঞ পর্যায়ে সহযোগিতার প্রস্তাব দেন নিশা দেশাই।
এছাড়া গতকাল সন্ধ্যায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে একটি বৈঠক করেন তিনি।
আজ সফরের দ্বিতীয় দিনে নিশা দেশাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।