advertisement
আপনি দেখছেন

দেশে একদিকে করোনাভাইরাসের আস্ফালন চলছে অন্যদিকে তাপমাত্রাও বেশ চড়া। এ অবস্থায় সুখবর দিল আবহাওয়া অফিস। আজ শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশ কিছু এলাকায় ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাতে তাপমাত্রাও অনেকখানি কমবে।

hot weather photo new

যেসব এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্র অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেগুলো হলো- যশোর, কুষ্টিয়া, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট। এর বাইরে অন্যান্য এলাকায় আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে, ২০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।