advertisement
আপনি দেখছেন

চট্টগ্রামের সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাটহাজারীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের ‘তাণ্ডবে’ প্ররোচনা ও ইন্ধনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

shahjahan chawdhury jamaat leader

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হক। শুক্রবার দিবাগত গভীর রাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি।

এসপি রশিদুল হক বলেন, গত ২৬ মার্চ হাটহাজারীতে হেফাজতের চালানো সহিংসতার ঘটনায় শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে ইন্ধন জোগানোর অভিযোগ রয়েছে। ওই ঘটনায় দায়ের হওয়া ৩টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

উল্লেখ্য, শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর এবং জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য। সাতকানিয়া আসন থেকে ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।