সম্প্রতি পৈত্রিক ধর্ম ছেড়ে ভারতের ত্রিপুরায় ইসলাম ধর্ম গ্রহণ করেন ওমর ফারুক (৬০) নামে এক ব্যক্তি। তিনি বাংলাদেশের বান্দরবানের রোয়াংছড়ির দুর্গম তুলাছড়ির বাসিন্দা।
প্রতীকী ছবি
গতকাল শুক্রবার এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হতেই গুলি করা হয় নওমুসলিম ওমর ফারুককে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা বলছেন, নিহত ওমর ফারুককে তারা একজন ভালো মানুষ হিসেবেই চেনেন। সম্প্রতি ত্রিপুরায় মুসলমান হওয়ার পর মসজিদে গিয়ে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন তিনি।
রোয়াংছড়ি থানা
গতকালও যথারীতি এশার নামাজ আদায় করে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় তাকে গুলি করা হলে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের রোয়াংছড়ি থানার ওসি মো. তৌহিদ কবির বলেন, হত্যাকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থল দুর্গম হওয়ায় মোবাইল নেটওয়ার্ক ঠিক কাজ করছে না।
রোয়াংছড়ির মানচিত্র
এ কারণে হত্যাকাণ্ডের বিষয়ে এখনই বিস্তারিত জাননো যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে। পরবর্তীতে জানানো হবে।