রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে একটি নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে ৪১টি অনুমোদনহীন ওয়াকিটকি জব্দ করা হয়েছে। সেখান থেকে ২ ব্যক্তিকে আটক করা হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন টিম এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩ আজ রোববার এই যৌথ অভিযান পরিচালনা করে।
জব্দ করা অবৈধ ওয়াকিটকি
অভিযানের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে বিটিআরসি। তারা জানিয়েছে, ওই প্রতিষ্ঠানের মালিক দীর্ঘদিন ধরেই অনুমোদনহীন ওয়াকিটকির ব্যবসা চালিয়ে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১, সংশোধিত ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশে যাতে অবৈধ নেটওয়ার্ক ডিভাইস এবং স্মার্টফোন বিক্রি না হয় সেজন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সহযোগিতায় গত ১ মাস ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি।