দেশের উল্লেখযোগ্য তিনটি সেতুতে টোলমুক্ত যাতায়াত চালুর খবর জানিয়েছে সরকার। এগুলো হলো- পোস্তগোলা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতু। অন্যদিকে টোল চালুর ঘোষণা দেওয়া হয়েছে ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়ের জন্য। গতকাল বুধবার একটি প্রজ্ঞাপন জারি করে টোল নির্ধারণ করা হয়। আগামী ১ জুলাই থেকে এই সড়কে টোল নেওয়া শুরু হবে।
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের এই ৫৫ কিলোমিটার সড়কে চলাচলের ক্ষেত্রে হেভি ট্রাককে টোল দিতে হবে ১১০০ টাকা, মাঝারি মানের ট্রাককে দিতে হবে ৫৫০ টাকা। এছাড়া বড় বাসের জন্য ৪৯৫ টাকা, মিনি ট্রাক ৪১৫, মিনিবাস বা কোস্টার ২৭৫, মাইক্রোবাস ২২০ এবং প্রাইভেটকারের জন্য ১৪০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।
২০২০ সালের মার্চ মাসে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের এই ৫৫ কিলোমিটার সড়ক উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সড়কের আনুষ্ঠানিক নাম- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক। এই সড়ক নির্মাণে ব্যয় হয়েছে ১১ হাজার ৩ কোটি টাকা। এটি বাংলাদেশের চতুর্থ সড়ক বা মহাসড়ক, যেখানে টোল আদায় করা হচ্ছে।