advertisement
আপনি দেখছেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুধু গত তিনদিনে মৃত্যু হয়েছে চারজনের। তাদের মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী।

corona virus situation in new yorkকরোনা আক্রান্ত রোগীকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।

এই চারজনের মধ্যে গতকাল শুক্রবার মারা যান দুইজন এবং এর আগে বৃহস্পতিবার ও বুধবার মারা যান দুইজন। তারা সবাই সেখানের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত পুরুষদের মধ্যে একজন নিইউয়র্কে ট্যাক্সি ক্যাব চালাতেন। তিনি কুইন্স শহরের এলমহার্স্ট হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরেকজন ছিলেন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন। বাকি নারীদের কেউ কোনো কাজ করতেন না। এর মধ্যে একজনের বাড়ি নওগাঁ জেলায়। তার বয়স ছিল ৭০ বছর।

বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত হাজার ৭০৪ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন ১ লাখ ৪ হাজার ২৫৬ জন। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশটির হাসপাতালগুলো চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে।