সঙ্গত কারণেই করোনাভাইরাস নিয়ে দিন দিন আতঙ্ক বাড়ছে। কোনো বস্তু ধরতে গিয়েও দ্বিধাগ্রস্ত থাকেন অনেকে, ভাইরাস নেই তো? শুধু কি তাই, বাতাসেও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভেসে থাকতে পারে এই ভাইরাস। অর্থাৎ কোনো কিছু না ধরলেও সম্ভাবনা আছে সংক্রমণের। জীবন ধারণের জন্য আমাদেরকে কোনো না কোনো বস্তুর সংস্পর্শে আসতেই হয়। তাই জেনে নেওয়া দরকার, কোন বস্তুর ওপর কতক্ষণ জীবিত থাকতে পারে করোনাভাইরাস।

corona remedy

বাতাস

কেনো করোনা আক্রান্ত ব্যক্তির যদি মাত্র একবার হাঁচি-কাশি দেয়, তাহলে বেরিয়ে আসতে পারে ৩ হাজার ড্রপলেট (নাক-মুখ দিয়ে যে জলীয় কণা বের হয়)। ড্রপলেটের এই কণা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে আশপাশের কারো গায়ে কিংবা কেনো বস্তুর ওপর, যা করোনা সংক্রমণের অন্যতম কারণ। ভাইরাসটি বাতাসে জীবিত থাকতে পারে সর্বোচ্চ আধা ঘণ্টা পর্যন্ত, কেউ কেউ এটাকে ৩ ঘণ্টাও বলছেন।

লোহা

লোহা কিংবা এ জাতীয় বস্তুর ওপর করোনার জীবাণু জীবিত থাকতে পারে ৪ থেকে ৫ দিন। যেমন দরজার হাতলটি আমাদেরকে প্রায়ই স্পর্শ করতে হয়, অথচ এর মধ্যে ভাইরাস থেকে যেতে পারে ৪ দিন পর্যন্ত। এছাড়া ঘরে এবং বাইরে লোহার নানা আসবাবপত্র থাকে, তাই সাবধান থাকতে হবে।

keep your phone safe during corona virus

প্লাস্টিক

দিনভর আমাদেরকে নানা রকম প্লাস্টিক ছুঁতে হয়। বিভিন্ন বয়াম থেকে শুরু করে ভোজ্যতেলের কন্টেইনার, এসবে করোনাভাইরাস থাকতে পারে ৩ দিন। আমরা যে বাসের সিটে বসি, তার হাতলটি থাকে প্লাস্টিকের। শ’য়ে শ’য়ে মানুষ ওই হাতল স্পর্শ করে থাকে। যেহেতু ৩ দিন ধরে সেখানে করোনার জীবাণু থাকতে পারে তাই আক্রান্ত হতে পারে অসংখ্য মানুষ।

কাগজ

কাগজের মধ্যে করোনা থাকতে পারে অন্তত ৪ দিন। যেমন টাকার ব্যাপারে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। তবে বিজ্ঞানীরা একমত হয়েছেন, খবরের কাগজের মাধ্যমে করোনা ছড়ায় না। কারণ সংবাদপত্র তৈরি প্রক্রিয়ায় যে সমস্ত রাসায়নিক ব্যবহার করা হয়, তাতে ওই কাগজের ওপর পড়লে জীবাণু মরে যায়।

six myths about corona virus

কাপড়

বলতে গেলে কাপড়ের সঙ্গেই আমাদেরকে জীবন যাপন করতে হয়। এই অতি জরুরি জিনিসটাতে করোনাভাইরাস থাকে ৩ থেকে ৪ ঘণ্টা। শুধু গায়ের কাপড় নয়, জানালা কিংবা দরজার পর্দার কাপড়েও ঘাপটি মেরে থাকে এই ভাইরাস। তাই বাইরে থেকে এসে গায়ের কাপড়গুলো অবশ্যই ধুয়ে নিতে হবে।

এছাড়া তামার ওপর করোনার জীবাণু বেঁচে থাকতে পারে ৪ ঘন্টা। এলুমনিয়ামের ওপর থাকে অন্তত ২ ঘণ্টা। খাবারের প্লেট, চামচ, রেফ্রিজারেটররে থাকে ২ থেকে ৩ দিন। কার্ডবোর্ডের ওপর থাকতে পারে ২৪ ঘণ্টা। যে মোবাইল ফোনটি আমরা সার্বক্ষণিক ব্যবহার করি, সেটাতেও কয়েক ঘণ্টা করোনার জীবাণু থাকতে পারে।

Get the latest news on lifestyle, health, food, and more from our team of expert writers. From fitness tips and nutrition advice to travel guides and entertainment news, we cover the topics that matter most to you. Whether you're looking to improve your health, broaden your horizons, or just stay up-to-date with the latest trends, you'll find everything you need here.