advertisement
আপনি পড়ছেন

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্ট ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাটিং করবে তামিম ইকবাল খানের দল। এর আগে স্বাগতিকদের কাছে টি-টোয়েন্টি সিরিজ খুঁইয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

bangladesh vs zimbabwe 1টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ

কুড়ি ওভারে সিরিজে আধিপত্য না দেখাতে পারলেও বাংলাদেশের জন্য ওয়ানডেতে জিম্বাবুয়েকে হারানোটা কঠিন কিছু হওয়ার কথা নয়। কারণ এই ফরম্যাটে নিজেদের সেরা ক্রিকেটটা খেলে থাকে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজও তার প্রমাণ। ক্যারিবীয় দ্বীপে টি-টোয়েন্টি হেরে ওয়ানডে সিরিজে আলো ছড়িয়েছে তামিম ইকবালরা।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে পরিসংখ্যানটাও কথা বলছে বাংলাদেশের হয়ে। এখন পর্যন্ত ৭৮ বারের দেখায় ৫০ ম্যাচেই জিতেছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। বিপরীতে ২৮ জয় পেয়েছে আফ্রিকার প্রতিনিধিরা।

২০১৩ সালের পর থেকে এখন পর্যন্ত জিম্বাবুয়ের কাছে কোনো ওয়ানডে হারেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের মাটিতেও পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। ৩১ ম্যাচের মধ্যে ১৬টিতেই শেষ হাসি হেসেছে সফরকারীরা। জিম্বাবুয়ের জিতেছে বাকি ১৫ ম্যাচ।