advertisement
আপনি পড়ছেন

বুরুশিয়া ডর্টমুন্ডে নিয়মিত জালের দেখা পেয়েছেন। প্রতিদান হিসেবে পেয়েছেন গোলমেশিনের তকমা। আর এ জন্যই প্রতিভাবান ফুটবলার আর্লিং হল্যান্ডের কাছে ম্যানচেস্টার সিটি সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। সে প্রত্যাশা মেটাতে পারবেন কিনা সেটা এখনই বলার উপায় নেই। তবে এসব নিয়ে কোনো ভাবনা নেই ইংলিশ ক্লাবটির হেড কোচ পেপ গার্দিওলার।

guardiola and haalandহল্যান্ড ও গার্দিওলা

সদ্য বুরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানসিটিতে গাঁটছড়া বেঁধেছেন হল্যান্ড। নরওয়েজিয়ান স্ট্রাইকারের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটির খরচ হয়েছে ৬০ মিলিয়ন ইউরো। চুক্তি অনুযায়ী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামে থাকবেন হল্যান্ড।

রেড বুল সালসবার্গ ছেড়ে ২০২০ সালের গ্রীষ্মকালীন দলবদলে বুরুশিয়া ডর্টমুন্ডে নাম লেখান হল্যান্ড। গত দুই মৌসুমে জার্মান বুন্দেসলিগার ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮৯ ম্যাচে ৮৬ বার তিন কাঠির নিচে বল পাঠিয়েছেন ২২ বছর বয়সী ফুটবলার। নতুন ঠিকানায় সে ছন্দের দেখা পেতে কিছুটা সময়ের দরকার, মানছেন গার্দিওলা।

সংবাদমাধ্যমকে ম্যানসিটি বস বলেন, ‘আমি এখনই বলতে পারছি না হল্যান্ড কত গোল করেবে। এটা নিয়ে আমার মাথাব্যথাও নেই। ম্যানচেস্টার সিটি নিজেদের মতো করেই খেলবে। হল্যান্ডের জন্য আমরা জিততে বা হারতে যাচ্ছি না। গত পাঁচ মাসের মধ্যে সে গত সপ্তাহে প্রথমবার ৯০ মিনিট খেলেছে। মানিয়ে নিতে তাকে সময় দিতে হবে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর