advertisement
আপনি পড়ছেন

পাকিস্তান জাতীয় পরিষদের নয়টি সাধারণ আসনে একাই লড়ার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত শুক্রবার নির্বাচন কমিশন (ইসিপি) উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করার কয়েক ঘণ্টা পরই ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ ঘোষণা দেয়। খবর ডন, এক্সপ্রেস ট্রিবিউন।

imran khan 67ইমরান খান

গত এপ্রিলে অনাস্থা ভোটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হন ইমরান খান। সে সময় অ্যাসেম্বেলিতে থাকা পিটিআইয়ের ১২৩ জন সদস্য পদত্যাগপত্র জমা দেন। গত ২৮ জুলাই তাদের মধ্যে ১১ জনের পদত্যাগপত্র গ্রহণ করেন স্পিকার রাজা পারভেজ আশরাফ। ওই ১১ আসনের মধ্যে দু’টি সংরক্ষিত আসনে এরইমধ্যে নির্বাচন হয়ে গেছে। বাকি নয়টি সাধারণ আসনে নির্বাচন ঘোষণা করেছে ইসিপি। আগামী ২৫ সেপ্টেম্বর ওই নয়টি আসনের উপ-নির্বাচনে ভোট নেওয়ার কথা রয়েছে।

নয়টি আসনে ইমরান খানের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাটি প্রথমে পিটিআইয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়। পরে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী নিশ্চিত করেন।

imran khan rally 3ইমরান খানের জনসভা, ফাইল ছবি

যে নয়টি আসনে ২৫ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে- এনএ-২২ মারদান, এনএ-২৪ চরসাদ্দা, এনএ-৩১ পেশোয়ার, এনএ-৪৫ কুররাম, এনএ-১০৮ ফয়সালাবাদ, এনএ-১১৮ নানকানা সাহেব, এনএ-২৩৭ মালির, এনএ-২৩৯ কোরাঙ্গি করাচি ও এনএ-২৪৬ করাচি দক্ষিণ।

২০১৮ সালের পার্লামেন্ট নির্বাচনে ইমরান খান পাঁচটি নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সব কটিতেই বিজয়ী হয়েছিলেন। এ পাঁচ আসনে পরাজিতদের অন্যতম ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি।

ইসিপির তফসিল অনুসারে, প্রার্থীরা আগামী ১০ থেকে ১৩ আগস্টের মধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৭ আগস্টের মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং ২৯ আগস্ট প্রার্থীদের নির্বাচনী প্রতীক দেওয়া হবে।

পাকিস্তানের নির্বাচনী আইনে একজন প্রার্থী সর্বোচ্চ কতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, এ ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই। তবে নির্বাচনে একাধিক আসনে জয়ী হলেও শুধু একটি কেন্দ্রই দখলে রাখতে পারবেন জনপ্রতিনিধি। এ ক্ষেত্রে বাকি আসনগুলোতে আবারও ৬০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর