advertisement
আপনি পড়ছেন

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সুখস্মৃতি নিয়ে ফিরেছিল টাইগাররা। একদিনের সিরিজে ক্যারিবিয়ানদের ধবল ধোলাই করেছিল তামিম ইকবাল বাহিনী। জিম্বাবুয়ের বিপক্ষেও তেমন কিছুরই প্রত্যাশা ছিল দলের কাছে। কিন্তু সেটা তো হয়নি, উল্টো প্রথম দুই ম্যাচ হেরে টাইগাররাই এখন হোয়াইটওয়াশের সামনে দাঁড়িয়ে আছে।

bangladesh vs zimbabwe 2প্রথম দুই ওয়ানডেতেই হেরেছে বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে পরাজয়ের মাধ্যমে জিম্বাবুয়ের কাছে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এর আগে পঞ্চাশ ওভারের প্রথম ম্যাচে সফরকারীরা হেরেছিল সমান ব্যবধানে। শেষ ম্যাচে আজ রেগিস চাকাভাদের মুখোমুখি হবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে নিয়ম রক্ষার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটা বাংলাদেশের জন্য আলাদাভাবে গুরুত্ব পাবে। কারণ আসন্ন ওয়ানডেটা লাল সবুজের দলের এই সংস্করণের ৪০০তম ম্যাচ। মাইলফলক ছোঁয়ার ম্যাচে মান বাঁচানোর দিকেই বাড়তি নজর দেবে অতিথি শিবির। হারলে ২১ বছর আগের সেই দুঃস্মৃতি ফিরে আসবে দলের সামনে।

sikandar raza 2সিরিজে অসাধারণ খেলছেন সিকান্দার রাজা

সবশেষ ২০০১ সালে গ্রান্ট ফ্লাওয়ার, অ্যান্ডি ফ্লাওয়ার, হিথ স্ট্রিক, অ্যালেস্টার ক্যাম্পবেলদের নিয়ে গড়া জিম্বাবুয়ের কাছে ধবল ধোলাই হয়েছিল বাংলাদেশ। এরপর আর কখনই আফ্রিকান দেশটির বিপক্ষে এমন তেঁতো অভিজ্ঞতা হয়নি টাইগারদের। বরং জিম্বাবুয়েকে ছয়বার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

আনুষ্ঠানিকতার ম্যাচেও অনেক কিছু পাওয়ার আছে বলে মনে করেন বাংলাদেশ দলের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার বলেন, ‘হ্যাঁ, আমরা সিরিজ হেরে গেছি। তবে শেষ ওয়ানডেতে খেলার অনেক কিছুই আছে। বিশেষ করে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য। জিম্বাবুয়ে দারুণ ক্রিকেট খেলছে। সিকান্দার রাজা তো অসাধারণ। চাকাভা দেখিয়েছে সে কি করতে পারে। এসব ভেবেই শেষ ম্যাচে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে।’

‘যে কোনো দলই এরকম অবস্থার মধ্য দিয়ে যায়। আমরা সুযোগ হাতছাড়া করেছি। এজন্য আমাদের কঠিন শিক্ষা পেতে হয়েছে। শেষ ম্যাচটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ও ঘুরে দাঁড়ানো কতটা জরুরি, সে বিষয়ে সবার মধ্যে আলোচনা হয়েছে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর