advertisement
আপনি পড়ছেন

জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের সিরিজ শুরু করার আগে এই ফরম্যাটের বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৮০তম স্থানে ছিলেন তাইজুল ইসলাম। আফ্রিকান দেশটির বিপক্ষে এক ম্যাচ খেলেই র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তিনি। বাঁহাতি স্পিনারের উন্নতির বিপরীতে পিছিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।

taijul islam 3তাইজুল ইসলাম

নয় ধাপ এগিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৭১ নম্বরে চলে এসেছেন তাইজুল। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলার সুযোগ হয়নি তার। একাদশে সুযোগ পান দ্বিতীয় ম্যাচে। স্বাগতিক ব্যাটসম্যানদের দাপটে পরও ১০ ওভার বল করে ৪৮ রানের বিনিময়ে এক উইকেট নেন নাটোরের এই ক্রিকেটার।

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজে থেকে বিশ্রাম নিয়েছেন সাকিব আল হাসান। এক ধাপ পিছিয়ে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৩০ নম্বরে আছেন এই তারকা অলরাউন্ডার। দুই ধাপ পিছিয়ে ১৮ নম্বরে চলে এসেছেন সাবেক অধিনায়ক মুশফিক।

চলমান সিরিজে প্রথম ওয়ানডে খেলেছেন লিটন। ৮১ রানে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন উইকেটকিপার ব্যাটসম্যান। এজন্য পুরো সফর থেকেই ছিটকে গেছেন। চার ধাপ পিছিয়ে বর্তমানে ২৮ নম্বরে আছেন দিনাজপুরের এই ক্রিকেটার।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর