advertisement
আপনি পড়ছেন

ক্যারিবিয়ানে যাওয়ার আগে স্বীকৃত ক্রিকেট বলতে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন সৌম্য সরকার। সেখানে শেষ তিন ইনিংসে তার স্কোরগুলো ছিল- ৩, ০, ২। বাংলাদেশ টাইগার্সে গত ২ মাস অনুশীলন করার পর কিছুটা উন্নতি হয়েছে বাঁহাতি এ ওপেনারের।

sabbir soumya 1সৌম্য সরকার ও সাব্বির রহমান

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজ ‘এ’ দলের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে ১৫ রান করেছেন সৌম্য। ২০ বল খেলেছেন, চার মেরেছেন ৩টি।

অধিনায়ক সাকিব আল হাসানের আর্শীবাদে তিন বছর পর বাংলাদেশ দলে ডাক পেয়েছেন সাব্বির রহমান। এশিয়া কাপের দলে থাকার সুখবরও জাগাতে পারেনি তার ব্যাট। সেন্ট লুসিয়ায় সাব্বিরের ইনিংস থেমেছে ৩ রান করে।

mithun odi rankingব্যর্থ হয়েছেন অধিনায়ক মিঠুনও

আন্তর্জাতিক ক্রিকেটের অনেক অভিজ্ঞতা থাকলেও সৌম্য-সাব্বিরের মতোই উইন্ডিজদের সামনে গতকাল মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং লাইন। ২৩.২ ওভারে মাত্র ৮০ রানে অলআউট হয়ে গেছে মোহাম্মদ মিঠুনের দল।

খোদ মিঠুন করেছেন ১২ রান। এর বাইরে ইনিংস সর্বোচ্চ ২৫ রান করেছেন জাকের আলী অনিক। নাঈম শেখ ০, সাইফ হাসান ৬, মাহমুদুল হাসান জয় ৪, মৃত্যুঞ্জয় ০, নাঈম হাসান ০ রানে আউট হন।

এমন বিরানভূমিতে হয়তো সৌম্য-সাব্বিরের ব্যাটিংটা দৃষ্টিকটু লাগবে না। কারণ পুরো দলই ব্যর্থ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন খেলার অভিজ্ঞতা থাকার পরও তারা আগের মতোই উইকেট ছুঁড়ে আসছেন। বাউন্স সামলাতে পারছেন না। এতদিন দলের বাইরে ব্যাটিং নিয়ে আদৌ কতটা কাজ করেছেন তারা, সেটি স্পষ্ট নয়। কারণ পুরনো রোগেই এখনও আক্রান্ত তাদের ব্যাটিং।

সৌম্য পুল করতে গিয়ে ক্যাচ তুলেছেন আকাশে। সাব্বির খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। সাকিবের অনুকম্পায় জাতীয় দলে ফিরলেও সাব্বির কতটা নিজের ছাপ রাখতে পারবেন, বলা কঠিন।

এমন দুঃস্বপ্নের ব্যাটিংয়ের ম্যাচটা বাংলাদেশ ‘এ’ দল হেরেছে ৪ উইকেটে। ২৩.৩ ওভারে ৬ উইকেটে ৮১ রান তুলে জয় নিশ্চিত করে ক্যারিবিয়ানরা। আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে সেন্ট লুসিয়ায়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর