আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে অনেক আন্তর্জাতিক সংস্থা জরিপ করেছে। তাদের অধিকাংশ জরিপেই এগিয়ে ছিলেন হিলারি। তবে এখন সব জরিপকে মিথ্যা প্রমাণিত করে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে জয়ের কাছে পৌঁছে গেছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত পিছিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। সিএনএনের দেওয়া তথ্যমতে, ট্রাম্প ২৪৭টি ও হিলারি ২১৫টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট হতে হলে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে।

donald trump 02

হিলারি ক্লিনটন বা ডোনাল্ড ট্রাম্প, যেকোনো একজনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতে ভোট দিয়েছেন মার্কিন ভোটাররা। বিভিন্ন সংস্থার জরিপে বলা হয়েছে, ৫৮তম এই নির্বাচনে প্রায় ৫৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। মঙ্গলবার ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এখন পর্যন্ত প্রাপ্ত প্রাথমিক ফলাফলে বলা যায়, জয়ের কাছে পৌঁছে গেছেন ট্রাম্প।

রিপাবলিকান প্রার্থী ট্রাম্প অ্যালাবামায় ৯, আরকানসাসে ৬, ফ্লোরিডায় ২৯, আইডাহোতে ৪, ইন্ডিয়ানায় ১১, আইওয়াতে ৬, কানসাসে ৬, কেনটাকিতে ৮, লুইজিয়ানায় ৮, মিসিসিপিতে ৬, মিজৌরিতে ১০, মন্টানায় ৩, নেব্রাস্কায় ৫, নর্থ ক্যারোলাইনায় ১৫, নর্থ ডাকোটায় ৩, ওহাইওতে ১৮, ওকলাহোমায় ৭, সাউথ ক্যারোলাইনায় ৯, সাউথ ডাকোটায় ৩, টেনেসিতে ১১, টেক্সাসে ৩৮, ইউটাহতে ৬, ওয়েস্ট ভার্জিনিয়ায় ৫ ও ওয়াইওমিংয়ে ৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।

হিলারি ক্যালিফোর্নিয়ায় ৫৫, নেভাদা ৬, কলোরাডোতে ৯, কানেটিকাটে ৭, ডেলাওয়ারে ৩, হাওয়াইতে ৪, ইলিনয়ে ২০, মেরিল্যান্ডে ১০, ম্যাসাচুসেটসে ১১, নিউজার্সিতে ১৪, নিউ মেক্সিকো ৫, নিউইয়র্কে ২৯, অরেগনে ৭, রোড আইল্যান্ডে ৪, ভারমন্টে ৩, ভার্জিনিয়ায় ১৩, ওয়াশিংটনে ১২ ও ওয়াশিংটন ডিসিতে ৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।

আপনি আরো পড়তে পারেন

উইকিলিকসে সাইবার হামলা, সন্দেহ মার্কিন নির্বাচন

নির্বাচনী বিধি মানেননি ট্রাম্পপুত্র এরিক

ফলাফল ঘোষণা শুরু, এগিয়ে আছেন ট্রাম্প

বিপিএল: ঢাকার কাছে উড়ে গেল বরিশাল

৫০০, ১০০০ রুপির নোট অবৈধ ঘোষণা করলেন মোদী

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.