'গণতন্ত্র প্রতিষ্ঠা আ.লীগের একার পক্ষে সম্ভব না'
- Details
- by নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের একার পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
২৭ নভেম্বর, রোববার শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র এক চাকার গাড়ি না যে আওয়ামী লীগ একাই তা প্রতিষ্ঠা করে ফেলবে। গণতন্ত্র প্রতিষ্ঠা আওয়ামী লীগের একার পক্ষে সম্ভব না। সরকারের পাশাপাশি বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তা নাহলে শুধু সরকারি দল গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এটা আশা করে লাভ নেই।
তিনি আরও বলেছেন, গণতন্ত্রের প্রাণ হচ্ছে নির্বাচন। বিএনপির উচিত তত্ত্বাবধায়ক সরকারের আশা বাদ দিয়ে নির্বাচনে অংশ নেওয়া। এতেই গণতন্ত্রের প্রতিষ্ঠানিক রূপ পাবে। বিএনপির সরকার পতনের আন্দোলন দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয়।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর