ছাত্রলীগের সম্মেলনের তারিখ আবার পরিবর্তন
- Details
- by নিজস্ব প্রতিবেদক
আবারও পরিবর্তন হলো ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের তারিখ। আগামী ৬ ডিসেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ছাত্রলীগ সম্মেলনের তারিখ আবার পরিবর্তন
২৭ নভেম্বর, রোববার এ তথ্য জানান ওবায়দুল কাদের।
এর আগে সম্মেলনটি ৩ ডিসেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে তা স্থাগিত করা হয়। গত ২০ নভেম্বর ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনির স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনটি হবে ৮ ও ৯ ডিসেম্বর। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
কিন্তু নির্ধারিত এই তারিখের আবারও পরিবর্তন শোনা গেল। এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানালেন, ছাত্রলীগের সম্মেলন দুই দিন এগিয়ে আনা হয়েছে। সম্মেলনটি হবে ৬ ডিসেম্বর।
এর আগে ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়েছে ২০১৮ সালের মে মাসে। সেবার ছাত্রলীগের সভাপতি হয়েছিলেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক হয়েছিলেন গোলাম রাব্বানী। তবে তারা পদ হারালে সভাপতি হন আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক হন লেখক ভট্টাচার্য।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর