পদ্মা-মেঘনা নামে বিভাগের সিদ্ধান্ত স্থগিত
- Details
- by নিজস্ব প্রতিবেদক
পদ্মা ও মেঘনা নামে যে দুই নতুন বিভাগ করার পরিকল্পনা করা হয়েছিল তা স্থগিত করা হয়েছে। চলমান বৈশ্বিক সংকটে সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
পদ্মা-মেঘনা নামে বিভাগের সিদ্ধান্ত স্থগিত
২৭ নভেম্বর, রোববার সচিবালয়ে নিকার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
এর আগে গত ২ জুন নিকার বৈঠকের তারিখ ছিল। ওই বৈঠকের আলোচ্যসূচিতে ছিল পদ্মা ও মেঘনা বিভাগ গঠনের প্রস্তাব। পরে সেই সভা স্থগিত হয়ে যায়। এরই মধ্যে ফরিদপুর ও কুমিল্লায় নতুন বিভাগ করা হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
যদিও এমন নাম নিয়ে এবং নতুন বিভাগ নিয়ে ওই অঞ্চলের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সর্বশেষ শনিবার কুমিল্লায় বিএনপির গণসমাবেশে দাবি ওঠেছে, মেঘনা নামে নয়, কুমিল্লা নামেই বিভাগ হোক।
আবার ফরিদপুরের পাঁচ জেলার অনেক বাসিন্দাই চান, ঢাকা বিভাগের সঙ্গেই থেকে যেতে।
দেশে বর্তমানে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে। সেগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর