জামিন পেলেন সেই কৃষকরা
- Details
- by নিজস্ব প্রতিবেদক
পাবনার ঈশ্বরদীতে ঋণের মামলায় গ্রেপ্তার হওয়া ১২ জনসহ ৩৭ কৃষককে জামিন দিয়েছেন আদালত। ২৭ নভেম্বর, রোববার সকালে পাবনা আদালতের বিচারক মো. শামসুজ্জামান তাদের জামিন আদেশ দেন।
গ্রেপ্তার হওয়া ১২ জনসহ ৩৭ কৃষকের জামিন
বিষয়টি নিশ্চিত করেন গ্রেপ্তার কৃষকদের আইনজীবী সাইদুর রহমান সুমন।তিনি বলেন, এই কৃষকরা সবাই ক্ষুদ্র সবজি চাষি। ঋণ ফেরত দেওয়ার শর্তে তাদেরকে জামিন দিয়েছেন আদালত।
জামিন পাওয়া কৃষকরা হলেন- সামাদ প্রামাণিক (৪৩), আবদুল গণি মণ্ডল (৫০), মাহাতাব মণ্ডল (৪৫), আলম প্রামাণিক (৫০), নূর বক্স (৪৫), শামীম হোসেন (৪৫), মোহাম্মদ আকরাম (৪৬), মোহাম্মদ আতিয়ার রহমান (৫০), কিতাব আলী (৫০), মোহাম্মদ রজব আলী (৪০), হান্নান মিয়া (৪৩) ও মোহাম্মদ মজনু (৪০)।
জানা গেছে, ২০১৬ সালে ভাড়ইমারি উত্তরপাড়া সবজি চাষি সমবায় সমিতি থেকে ওই ৩৭ কৃষক দুল ভিত্তিক ঋণ নেন। ঋণের পরিমান ছিল ১৬ লাখ টাকা। এদের মধ্যে অনেকে টাকা পরিশোধ করেছেন। কারও কারও ২ থেকে ৫ হাজার টাকা বাকি আছে। সাত কৃষক টাকা পরিশোধ করতে পারেননি। ফলে দলভিত্তিক ঋণের কারণে সবার বিরুদ্ধে মামলা হয়। এরপর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে শুক্রবার ১২ কৃষককে গ্রেপ্তার করে পুলিশ।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর