'বন্দুকের নল দেখিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই'
- Details
- by নিজস্ব প্রতিবেদক
ভোট ছাড়া বন্দুকের নল দেখিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
২৭ নভেম্বর, রোববার মুন্সিগঞ্জের ইসলামপুর কামিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
এ সময় তিনি বলেন, ভোট ছাড়া আগের মত বন্দুকের নল দেখিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই। কোনো ভাবেই নাশকতা করা যাবে না। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করা যাবে না। যদি এমন কোনো চেষ্টা করা হয় তবে জনগণকে সাথে নিয়ে সরকার অবশ্যই তা প্রতিহত করবে।
দীপু মনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যারা দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়, উন্নয়নে বাধা দিতে চায়, তারা একাত্তরের যুদ্ধাপরাধের দোসর। পঁচাত্তর ও ২১ আগস্টের হত্যাকারীরা আবার উদ্যত হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, মানুষের অধিকার আদায়ের আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম। ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র পুনরুদ্ধার আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমানসহ অনেকে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর