১০ ঘণ্টা ধরে জ্বলছে গাজীপুরে তুলার গুদাম
- Details
- by নিজস্ব প্রতিবেদক
প্রায় ১০ ঘণ্টা ধরে জ্বলছে গাজীপুরের ভবানীপুর এলাকার শামীম টেক্সটাইল মিলে তুলার গুদামে লাগা আগুন। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শামীম টেক্সটাইল মিল
সোমবার দিবাগত রাত ১২টার দিকে আগুন লেগেছে। সেই আগুন ২৯ নভেম্বর, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। আগুনের মাত্র বাড়তে থাকায় পরে আরও তিনটি ইউনিট পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আগুন এখন যে অবস্থায় আছে তা ছড়াবে না। তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি। সকাল সোয়া ১০ পর্যন্ত আগুন জ্বলছে।
আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই উপ-সহকারী পরিচালক।
প্রাথমিকভাবে সাড়ে ৩শ থেকে ৪শ কোটি টাকার বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন শামীম টেক্সটাইল মিলের পরিচালক আবুল খায়ের মানিক।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর