সমাবেশে খালেদার অংশগ্রহণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- Details
- by নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকায় আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে দলটির নেত্রী খালেদা জিয়া অংশগ্রহণ করলে তার জামিন বাতিল হবে কি না, সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
বুধবার, ৩০ নভেম্বর দুপুরে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সমাবেশের নামে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলে প্রশাসনিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুন্দর পরিবেশে সমাবেশের জন্য বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। বিএনপি দু’টি জায়গার কথা বলেছে— সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউ। তাদের দাবির পর সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর