বাহাদুরের ৪৮ ঘণ্টা পর রংমালাও মারা গেল
- Details
- by নিজস্ব প্রতিবেদক
৪৮ ঘণ্টার ব্যবধানে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুটি হাতির মৃত্যু হয়েছে। ৩০ নভেম্বর, বুধবার সন্ধ্যা ৬টার দিকে মারা যায় রংমালা নামে একটি স্ত্রী হাতি। তার আগে সোমবার বিকেলে মারা গেছে সৈকত বাহাদুর নামে একটি হাতি।
স্ত্রী হাতি রংমালা
সাফারি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বয়সের ভারে রংমালার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৮৬ বছর। অন্যদিকে খাবার খাওয়ার সময় হঠাৎ মারা যায় বাহাদুর।
পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ জুলকার নাইন জানান, রংমালা হাতিটি দুই বছর ধরে অসুস্থ ছিলো। তার একটি অপারেশনও করা হয়। এরপর থেকে ডাক্তারের পর্যবেক্ষণে ছিল রংমালা।
সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম জানান, পার্কে মোট ৬টি হাতি ছিল। গত দুইদিনে দুটি হাতির মৃত্যু হয়। মৃত্যুর পর হাতিগুলোকে মাটিতে পুঁতে ফেলা হয়। হাতির মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখন এখানে চারটি হাতি আছে, তাদেরকে টেকনাফ থেকে উদ্ধার করা হয়েছে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর