জাতিসংঘ: নারী অধিকার নিয়ে বিভক্ত তালেবানরা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানে নারীর অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে তালেবান কর্তৃপক্ষের মধ্যে বিভক্তি দেখা গেছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক। তিনি বলেছেন, কিছু তালেবান কর্মকর্তা নারীর অধিকার পুনরুদ্ধারের পক্ষে ছিলেন কিন্তু অন্যরা স্পষ্টভাবে এর বিরোধিতা করেছেন। খবর এপির।
নারীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে তালেবান সরকার
১৭ জানুয়ারি জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা মোহাম্মদের নেতৃত্বে একটি নারী প্রতিনিধি দল আফগানিস্তান সফর করেন। ৪ দিনের এই সফর শুক্রবার শেষ হয়। এই সফরে আমিনা মোহাম্মদ এবং ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস তালেবান কর্মকর্তাদের সাথে নারীদের শিক্ষাসহ নারী এনজিও কর্মীদের কাজের সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা করেন।
জাতিসংঘের এই নারী প্রতিনিধি দলটি রাজধানী কাবুল, কান্দাহার ও হেরাত শহরে তালেবানদের সাথে বৈঠক করেছেন। তবে কোনো তালেবান কর্মকর্তার নাম প্রকাশ করেনি জাতিসংঘ।
এদিকে ২০ বছর ধরে যুদ্ধ করার পর ২০২১ সালে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যায়। সে সময় আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবানরা। রক্ষণশীল এই গোষ্ঠীটি ক্ষমতায় যাওয়ার পর থেকে নারী ও মেয়েদের উপর যে বিধিনিষেধ আরোপ করেছে সেগুলোর উপর আলোচনা করার জন্য আফগানিস্তান সফর করেছিলেন নারী প্রতিনিধি দলটি।
ফারহান হক বলেছেন, ‘জাতিসংঘের প্রতিনিধিরা দেখেছেন যে কিছু তালেবান কর্মকর্তা সহযোগিতা করেছেন এবং তারা কিছু অগ্রগতির লক্ষণও পেয়েছেন। যেসব তালেবান কর্মকর্তারা জাতিংঘের প্রতিনিধিদের সাথে সাক্ষাত করেছেন তারা নারীদের বিষয়ে অনেক ইতিবাচক ছিলেন। তবে যারা দেখা করেননি তারা নারী অধিকার নিয়ে বেশি বিরোধিতা করেছেন।'
ফারহান হক জানিয়েছেন, তালেবানদের বিভিন্ন গ্রুপের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিভক্তি রয়েছে। তবে নারী এবং মেয়েদের অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ এসব বিভক্তি দূর করে সব মতাদর্শের তালেবানদের একত্রিত করার জন্য কাজ করে যাচ্ছে।
প্রসঙ্গত, আফগানিস্তানে যাওয়ার আগে জাতিসংঘের কর্মকর্তারা নারী ও মেয়েদের অধিকার, শান্তিপূর্ণ সহাবস্থানসহ আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য উপসাগরীয় অঞ্চল, এশিয়া এবং ইউরোপজুড়ে একটি ধারাবাহিক উচ্চ পর্যায়ের আলোচনা করেছেন। এছাড়া তারা তুরস্ক, পাকিস্তানে অবস্থান করা আফগান নারীদের দল এবং দোহায় অবস্থিত আফগানিস্তানের রাষ্ট্রদূত ও বিশেষ দূতদের সাথেও সাক্ষাত করেছেন।
উল্লেখ্য, গত ডিসেম্বরে আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান কর্তৃপক্ষ নারীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে। এর কয়েকদিন পরে আফগান নারীদের দেশি বিদেশি এনজিওতে কাজ করার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। নারীদের বিরুদ্ধে তালেবানদের এই পদক্ষেপ বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। আফগান নারীদের সকল সুযোগ-সুবিধা দেওয়ার জন্য তালেবানদের প্রতি বার বার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.